বাবার ভালোবাসা

 


"৫০ টাকার গোস্ত দিনতো চাচা?

'ওই মিয়া আমার সঙ্গে ফাজলামি করতে আইছো! ৫০ টাকার কেউ গোস্ত নেয়।

'আরে দিননা দুই পিস হলেও।

'গরুর গোস্তের দাম জানো তুমি" এক কেজি ৭৫০ টাকা আর তুমি আইছো ৫০ টাকার গোস্ত নিতে। সর্ব নিম্ন হাপ-কেজি নিতে হবে?

'চাচা এতো টাকাতো আমার কাছে নেই। আজ শবে-বরাতের রাত সবাই একটু ভালো মন্দ খাবে' তাই ভাবলাম আমার সন্তান দুটির জন‍্যে দুই টুকরো গোস্ত নিয়ে যাই। 

'এই খানে ঝামেলা করিওনা? যাওতো তুমি এখানে থেকে তোমার জন‍্যে লোকজন আসতে পাচ্ছেন।

'দেননা চাচা শবে-বরাতের উপলক্ষে একটু।

'তুমি এখান থেকে যাবে নাকি তোমাকে ঘার ধাক্কা দিয়ে বিদায় করতে হবে।

'কি আর করার মন খারাপ করে লোকটি বসে ছিলো' আর ভাবতেছিলো কি করবে এখন। অনেক ভেবে চিন্তে একটি সিদ্ধান্ত নিলো' তার বাবা দেয়া সেই আংটিটা বিক্রি করবে। 

'যেই ভাবা সেই কাজ' একটি অলঙ্কারের দোকানে গিয়ে মাত্র ৪০০ টাকায় আংটিটা বিক্রি করে ' আবার সেই গোস্তের দোকানে গিয়ে হাপ-কেজি গোস্ত নিয়ে বাড়িতে চলে আসে।

'বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সন্তানেরা জিঙ্গেস করলো বাবা আজ শবে-বরাত গোস্ত এনেছো।

'হ‍্যাঁরে বাবা হাপ-কেজি গোস্ত এনেছি। 

'এমন সময় পাশ থেকে বউ জিঙ্গেস করলো" কিগো এতো টাকা কোথায় পেলে।

'স্বামী মুচকি হেসে বললো বাবার দেয়া সেই আংটিটা বিক্রি করে দিয়েছি।

'বউ বললো' মৃত বাবার শেষ সৃতিটাও সন্তানের জন‍্যে শেষ করে দিলে।

'হ‍্যাঁ?

'এটাই হচ্ছে একজন প্রকৃত বাবার ভালোবাসা' এটাই হলো একটি দায়িত্বশীল বাবার কর্তব্য। এটাই হলো আমাদের জন্মদাতা বাবা'

অনুগল্প: #বাবার_ভালোবাসা / #বাবার_দায়িত্ব

আরো গল্প পড়ুন

Post a Comment

Previous Post Next Post